ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শেয়ারবাজার

ডিএসইর জিএম আসাদকে বরখাস্তের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০১, আগস্ট ১২, ২০১৪
ডিএসইর জিএম আসাদকে বরখাস্তের নির্দেশ খন্দকার আসাদউল্লাহ

ঢাকা: সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে অবৈধভাবে শেয়ার ব্যবসা করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মহাব্যবস্থাপক (জিএম) খন্দকার আসাদউল্লাহকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
 
মঙ্গলবার বিএসইসির ৫২৪ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


 
বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএসইর জিএম খন্দকার আসাদ উল্লাহর বিরুদ্ধে সিকিউরিটিজ আইন ভঙ্গসহ অন্যান্য অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। পুঁজিবাজারের বৃহত্তর স্বার্থে এবং শৃঙ্খলা আনয়নের জন্য তাকে অবিলম্বে সাময়িক বরখাস্ত করে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে কমিশনকে অবহিত করার জন্য ডিএসইকে নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
 
এর আগে বাংলানিউজে খন্দকার আসাদুল্লাহর অনিয়ম নিয়ে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদন দুটিতে আসাদুল্লাহর অনিয়মের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
 
গত ৩০ জুন ‘অবৈধ শেয়ার ব্যবসায় ডিএসইর জিএম আসাদ’ এবং ৮ জুলাই ‘ধরা ছোঁয়ার বাহিরে ডিএসই’র জিএম আসাদ’ শীর্ষক শিরোনামে প্রতিবেদন দুটি প্রকাশিত হয়।

**অবৈধ শেয়ার ব্যবসায় ডিএসই’র জিএম আসাদ
**ধরা ছোঁয়ার বাহিরে ডিএসই’র জিএম আসাদ

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।