ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

শেয়ারবাজার

বেড়েছে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪০, সেপ্টেম্বর ১, ২০১৪
বেড়েছে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপ

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার বেশি বিক্রি করেছেন।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।



জুলাই মাসে বিদেশি বিনিয়োগকারীরা বিক্রি করেছেন ৮৬ কোটি ৮০ লাখ ৯৩ হাজার ৮৭১ টাকার শেয়ার। আর আগস্টে তারা বিক্রি করেছেন ১৫২ কোটি ৪৭ লাখ ৪৬ হাজার ৫৮৫ কোটি টাকার শেয়ার।

অন্যদিকে, জুলাইয়ে বিদেশি বিনিয়োগকারীরা ক্রয় করেছেন ১৬৬ কোটি ৪৫ লাখ ২২ হাজার ৭০ টাকার শেয়ার। আর আগস্টে তারা ক্রয় করেছেন ১৬৪ কোটি ৯৩ লাখ ৮ হাজার ৬৮৯ টাকার শেয়ার।

এছাড়া জুলাই মাসে বিদেশি বিনিয়োগকারীরা লেনদেন করেছেন মোট ২৫৩ কোটি ২৬ লাখ ১৫  হাজার ৯৪১ টাকা। আর আগস্টে লেনদেন করেছেন মোট ৩১৭ কোটি ৪০ লাখ ৫৫ হাজার ২৭৫ কোটি টাকা।

বাংলাদেশ সময় : ১৮২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।