ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শেয়ারবাজার

হামিদের আইপিও আবেদন শুরু ২৮ সেপ্টেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩১, সেপ্টেম্বর ২, ২০১৪
হামিদের আইপিও আবেদন শুরু ২৮ সেপ্টেম্বর ছবি: সংগৃহীত

ঢাকা: সদ্য অনুমোদন পাওয়া হামিদ ফেব্রিকস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন আগামী ২৮ সেপ্টেম্বর জমা নেওয়া শুরু হবে। যা আগামী ২ অক্টোবর পর্যন্ত চলবে।

অন্যদিকে প্রবাসী বিনিয়োগকারীরা এই আবেদন জমা দিতে পারবেন ১১ অক্টোবর পর্যন্ত।

মঙ্গলবার কোম্পানির সেক্রেটারি দীন ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানান।

পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য গত ১২ আগস্ট হামিদ ফেব্রিক্স লিমিটেডের আইপিও প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কমিশনের ৫২৪তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।

কোম্পানিটি আইপিও'র মাধ্যমে বাজারে ৩ কোটি শেয়ার ইস্যু করে মোট ১০৫ কোটি টাকা উত্তোলন করবে।

প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকার সঙ্গে ২৫ টাকা প্রিমিয়াম নেওয়া হচ্ছে। অর্থাৎ প্রতিটি শেয়ার কিনতে বিনিয়োগকারীদের মোট ৩৫ টাকা গুণতে হবে।

গত ৩০ জুন ২০১৩ অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে  ৫ দশমিক ৩ টাকা এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪১ দশমিক ১৪ টাকা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে রয়েছেন আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।