ঢাকা, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

শেয়ারবাজার

২৫ শতাংশ লভ্যাংশ দেবে ডেল্টা ব্র্যাক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০১, সেপ্টেম্বর ১০, ২০১৪
২৫ শতাংশ লভ্যাংশ দেবে ডেল্টা ব্র্যাক

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান খাতের ডেল্টা ব্র্যাক হাউজিং ফিন্যান্স করপোরেশন লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০১৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।

বুধবার দুপুরে কোম্পানির পর্ষদ সভায় এই সিদ্ধান্ত হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ২৫ নভেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ সেপ্টেম্বর।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ১৫ পয়সা ও শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৩ টাকা ৯২ পয়সা।

এর আগের অর্থবছরও কোম্পানিটি বিনিয়োগকারীদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

বাংলাদেশ সময় : ১৭০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।