ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

দুই বাজারেই সূচক বাড়ল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৪
দুই বাজারেই সূচক বাড়ল

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার মূল্যসূচক বেড়েছে।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন (২১ অক্টোবর) ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৮৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৩৩ পয়েন্টে অবস্থান করে।

এছাড়া ডিএস-৩০ সূচক ৩৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৭২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২৬ পয়েন্ট বেড়ে এক হাজার ২৩৩ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২২৭টির, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- সাইফ পাওয়ারটেক, কেপিসিএল, আরএকে সিরামিক, মবিল যমুনা, ইউনাইটেড এয়ারওয়েজ, বেক্সিমকো, পিএলএফএসএল, ইসলামিক ফিন্যান্স, লাফার্জ সুরমা ও রতনপুর স্টিল রি-রোলিং মিলস।

লেনদেন হয়েছে মোট ৬৯৪ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট ৫৯৬ কোটি ৯৫ লাখ টাকা।           

এর আগে দুপুর সোয়া ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৬৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২১১ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৫৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৮ পয়েন্ট বেড়ে এক হাজার ২২৫ পয়েন্ট হয়।

দুপুর দেড়টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১০৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৪৭ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৪৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৭৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২৮ পয়েন্ট বেড়ে এক হাজার ২৩৫ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ১৪৮ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৮২৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ২৪৬ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৮৫ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২৬৭ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ১৬১ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৫৩টির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির দাম।

লেনদেন হয় মোট ৪৪ কোটি ০৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট ৪৬ কোটি ৫৮ লাখ টাকা।  

বাংলাদেশ সময় : ১৫০০ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।