ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইর সূচক ৫ হাজার পয়েন্টের নিচে, বেড়েছে লেনদেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৪
ডিএসইর সূচক ৫ হাজার পয়েন্টের নিচে, বেড়েছে লেনদেন

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৯ নভেম্বর) মূল্যসূচক কমলেও লেনদেনের পরিমাণ বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৮৬ পয়েন্ট কমে ৪ হাজার ৯৩৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৫১ পয়েন্ট কমে এক হাজার ৮১৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২২ পয়েন্ট কমে এক হাজার ১৫৭ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১২টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- ওয়েস্টার্ন শিপইয়ার্ড, শাহজিবাজার পাওয়ার, কেয়া কসমেটিকস, বিইডিএল, কেপিপিএল, আরএসআরএম স্টিল, তিতাস গ্যাস, ডেসকো, সাইফ পাওয়ার ও ন্যাশনাল পলিমার।

লেনদেন হয়েছে মোট ৮৫৭ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ৬২০ কোটি ১৭ লাখ টাকা।                    

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট কমে ৫ হাজার ১৯ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১০ পয়েন্ট কমে এক হাজার ৮৫৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ১৭৯ পয়েন্ট হয়।

বেলা ১১টা ৩৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৩ পয়েন্ট কমে ৪ হাজার ৯৯১ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৩০ পয়েন্ট কমে এক হাজার ৮৩৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১০ পয়েন্ট কমে এক হাজার ১৭০ পয়েন্ট হয়।

দুপুর ২টা ০৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৭১ পয়েন্ট কমে ৪ হাজার ৯৫৩ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৪৩ পয়েন্ট কমে এক হাজার ৮২৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৯ পয়েন্ট কমে এক হাজার ১৬১ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ১১৩ পয়েন্ট কমে ৯ হাজার ৩২৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ২৬১ পয়েন্ট কমে ১২ হাজার ৪২৬ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২৪২ পয়েন্ট কমে ১৫ হাজার ২৫৮ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭২টির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দাম।

লেনদেন হয় মোট ৬৭ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ৪৮ কোটি ৬৪ লাখ টাকা।   

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।