ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের আল-আরাফাহ ইসলামী ব্যাংক কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০১৪ সমাপ্ত অর্থবছরে তাদের বিনিয়োগকারীদের ১৪ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।
সোমবার (২ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।
আগামী ৩১ মার্চ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টায় রাজধানীর পুরানা পল্টনের আল-আরাফাহ ইসলামী ব্যাংক ভবনে এই সভা হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ মার্চ।
কোম্পানিটি জানিয়েছে, সমাপ্ত অর্থবছরে তাদের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২০ পয়সা ও শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ৫১ পয়সা।
বাংলাদেশ সময় : ১১১১ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫