ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচকের সঙ্গে কমেছে লেনদেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫
সূচকের সঙ্গে কমেছে লেনদেন

ঢাকা: টানা দ্বিতীয় দিনের মতো মঙ্গলবার (২৪ মার্চ) দেশের উভয় শেয়ারবাজারে মূল্য সূচকের পতন হয়েছে। সূচকের সঙ্গে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনও কমেছে।



তবে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কিছুটা বেড়েছে।
 
দিন শেষে ডিএসইএক্স সূচক কমেছে ১৩ পয়েন্ট। আর লেনদেনের পরিমাণ কমেছে আগের দিনের তুলনায় ৫৮ কোটি ৮৩ লাখ টাকা।
 
অন্যদিকে সিএসসিএক্স সূচক কমেছে ৩৪ পয়েন্ট। তবে লেনদেন আগের দিনের তুলনায় ২ কোট ‍টাকা বেশি হয়েছে।
 
মঙ্গলবার সূচকের উর্ধ্বমুখী প্রবণতা দিয়ে ডিএসইতে লেনদেন শুরু হলেও একঘণ্টার মধ্যে নিম্নমুখী হয়ে যায় সূচক।
 
লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট বৃদ্ধি পায়। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক বাড়ে ১৮ পয়েন্ট, বেলা ১০টা ৫০ মিনিটে সূচক ১৩ পয়েন্ট, বেলা ১১টায় সূচক ১২ বৃদ্ধি পায়।
 
বেলা ১১টা ২০ মিনিটে সূচক আগের কার্যদিবসের সমান হয়ে যায়। এরপর টানা নিম্নমুখী অবস্থানের কারণে বেলা সাড়ে ১১টায় ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট কমে যায়।

১১টা ৪৫ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট কমে ৪ হাজার ৫০১ পয়েন্ট অবস্থান করে।
 
দুপর ১২টা ১০ মিনিটে সূচকে দিনের সর্বোচ্চ পতন ঘটে। এ সময় সূচক আগের দিনের তুলনায় ১৬ পয়েন্ট কমে ৪ হাজার ৪৯০ পয়েন্টে চলে আসে।

এরপর আবার কিছুটা ঊর্ধ্বমুখী হয় সূচক। দুপুর ১টায় সূচক আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট বেড়ে যায়।
 
তবে সূচকের এ ঊর্ধ্বমুখী প্রবণতা শেষ পর্যন্ত স্থায়ী হয়নি। দুপুর ২টা ২০ মিনিটের দিকে সূচক আবার ১৬ পয়েন্ট কমে যায়।

এরপর মূল্যসূচক আগের দিনের তুলনায় ১৩ পয়েন্ট কমে দিনের লেনদেন শেষ হয়। ডিএসই-৩০ সূচক ৪ দশমিক ৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭০৭ পয়েন্টে।
 
লেনদেন শেষে ডিএসইতে ৭৯টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে। কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দাম।

লেনদেন হয়েছে ২৫৫  কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা আগের দিনের তুলনায় ৫৮ কোটি ৮৩ লাখ টাকা কম।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায়  রয়েছে- এসিআই, লাফার্জ সুরমা সিমেন্ট, এসিআই ফরমুলেশন, এসপিসিএল, জিপি, ব্র্যাক ব্যাংক, এমজেএল, এসআইবিএল, স্কয়ার ফার্মা ও শশা ডেনিম।

অন্যদিকে মঙ্গলবার সিএসইতে লেনদেন শেষে সার্বিক সূচক ৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৩১১ পয়েন্টে।

এদিন সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা আগের কার্যদিবসের তুলনায় দুই কোটি টাকা বেশি।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।