ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

কাকরাইল- বরিশালে জমি কিনছে ফারইস্ট লাইফ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৫
কাকরাইল- বরিশালে জমি কিনছে ফারইস্ট লাইফ

ঢাকা: বিমা খাতের কোম্পানি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার(১ এপ্রিল’২০১৫)ঢাকা স্টক একচেঞ্জ(ডিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে।



সূত্র মতে, এই কোম্পানিটি ২টি জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ঢাকার  কাকরাইলে ৩২ ডেসিমেল জমি কিনতে রেজিস্ট্রেশন খরচ ছাড়া ব্যয় হবে ১৯৫ কোটি ৮৬ লাখ ৯০ টাকা।

এছাড়া বরিশাল সদরের বরিশাল সিটি কর্পোরেশন, ওয়ার্ড-১৯, জেএল-৫০, বরিশাল সদরের বগুড়া আলেকান্দায় ২৮.২০ ডেসিমেল জমি কিনবে কোম্পানিটি। এই জমি কিনতে রেজিস্ট্রেশন খরচ ছাড়া ব্যয় ধরা হয়েছে ১৭ কোটি ২০ লাখ ২০ হাজার টাকা।

বিমা খাতের এই কোম্পানিটি ২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।