ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শেয়ারবাজার

ইবনে সিনার পর্ষদ সভা ১৯ এপ্রিল

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০১, এপ্রিল ৭, ২০১৫
ইবনে সিনার পর্ষদ সভা ১৯ এপ্রিল

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইবনে সিনা কোম্পানির পরিচালনা পর্ষদের সভার দিন ঘোষণা করা হয়েছে। আগামী ১৯ এপ্রিল রোববার বিকেল ৫ টা ১৫ মিনিটে এই কোম্পানির বৈঠক অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈঠকে কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সাথে বৈঠকে আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ।

২০১৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ২৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।

‘এ’ ক্যাটাগরির এ কোম্পানি ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে ৫০ কোটি টাকা ও ২১ কোটি ৪০ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে পরিচালনা পর্ষদের কাছে ৪৭.৩২ শতাংশ, প্রাতিষ্ঠানিকদের কাছে ৬.২৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৪৬.৪ শতাংশ শেয়ার।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।