ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচকের নিম্নমুখীতায় লেনদেন চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
সূচকের নিম্নমুখীতায় লেনদেন চলছে

 সঢাকা: প্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৮ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের শুরুতে মূল্য সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স লেনদের প্রথম এক ঘণ্টায় আগের দিনের তুলনায় কমেছে ৩৩ পয়েন্ট।

আর সিএসইতে সিএসইএক্স সূচক কমেছে ৫৯ পয়েন্ট।

অপরদিকে ডিএসইতে এক ঘণ্টায় লেনদেন হয়েছে ৮৮ কোটি ১৬ লাখ টাকা। লেনদেন হওয়া ১৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম আগের দিনের তুলনায় কমেছে। দাম বেড়েছে ৫২টির এবং অপরিবর্তীত আছে ৩৩টির।

অপর বাজার সিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন হয়েছে ৮ কোটি ৩০ লাখ টাকার। লেনদেন হওয়া ২৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড’র দাম আগের দিনের তুলনায় বেড়েছে। দাম কমেছে ৮৭টির এবং অপরিবর্তীত আছে ১৫টি।

বাজার পর্যালোচনায় দেখা যায়, এদিন ডিএসইতে মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। প্রথম ২ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে যায়।

অবশ্য এর পরেই নিম্নমুখী হয়ে পড়ে সূচক। যা লেনদেনের প্রথম এক ঘণ্টা শেষেও অব্যহত রয়েছে। বেলা ১০টা ৪০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় কমে যায় ১৫ পয়েন্ট। ১০টা ৫০ মিনিটে কমে ৩০ পয়েন্ট।

বেলা ১১টায় কমে ২৫ পয়েন্ট। ১১টা ১০ মিনিটে কমে ২৫ পয়েন্ট। ১১টা ২০ মিনিটে কমে ৩৯ পয়েন্ট।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা ১১টা ৩৫ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৩৭ পয়েন্ট কমে ৪ হাজার ৬৩৮ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে ডিএসই ৩০ মূল্য সূচক আগের দিনের তুলনায় ১২ পয়েন্ট কমে ১ হাজার ৭৫৪ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরীয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ১১ পয়েন্ট কমে ১ হাজার ১০৩ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইতে শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসআরএম স্টিল, সাইফ পাওয়ার, বিএসআরএম, কেডিএস এক্সেসরিজ, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, সিভিও পেট্রোকেমিক্যাল, বেক্সিমকো ফার্মা ও আমান ফিড।

অপর শেয়ার বাজার সিএসইতে সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৬৭ পয়েন্ট কমে ৮ হাজার ৬৪৪ পয়েন্টে অবস্থান করছে।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এএসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।