ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

মন্দার হাওয়ায় বেসামাল এশিয়ার শেয়ারবাজার

শেয়ারবাজার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
মন্দার হাওয়ায় বেসামাল এশিয়ার শেয়ারবাজার ছবি: সংগৃহীত

ঢাকা: মন্দার হাওয়ায় বেসামাল হয়ে পড়েছে এশিয়ার শেয়ারবাজারগুলো। শুক্রবারও (১২ ফেব্রুয়ারি) এশিয়ার বড় বড় স্টকমার্কেটে সূচকের উল্লেখযোগ্য পতন দেখা গেছে।

দক্ষিণ কোরিয়ার কসদাক-এ তো প্রায় ২০ মিনিটের জন্য লেনদেনই বন্ধ ছিল এদিন।

শুক্রবার হংকংয়ের হেংসেং-এ দিনের লেনদেন শুরুই হয় সূচক পতনের মধ্য দিয়ে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) হেংসেং-এ ৩ দশমিক ৯ শতাংশ পর্যন্ত পতন সীমাবদ্ধ থাকলেও শুক্রবার লেনদেন শুরু হতেই পড়ে গেছে ১ শতাংশ।

জাপানের নিক্কিতে এ দিন সূচকের পতন হয়েছে ৫ দশমিক ৩ শতাংশ, যা গত ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ। দক্ষিণ কোরিয়ার কসদাক-এ শেষ খবর পাওয়া পর্যন্ত ৮ শতাংশ সূচকের পতন হয়েছে। স্থানীয় সময় বেলা পৌনে ১২টার দিকে বাধ্য হয়ে লেনদেন স্থগিত করা হয়। প্রায় ২০ মিনিট বন্ধ থাকার পর ফের বিকিকিনি শুরু হয়েছে এখানে। এদিকে, দেশটির মূল শেয়ারবাজারে কসপি সূচকের পতন হয়েছে ১ শতাংশ।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।