ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে লেনদেন সাড়ে ১৪শ’ কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
ডিএসইতে লেনদেন সাড়ে ১৪শ’ কোটি টাকা

ঢাকা: ঊর্ধ্বমুখী পুঁজিবাজারে সোমবার (২ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাড়ে ১৪শ’ কোটি টাকা লেনদেন হয়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৭৮ কোটি টাকা। 

নতুন বছরের দ্বিতীয় কার্যদিবস দিনভর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন হয়। দিনশেষে ডিএসইতে সূচক বেড়েছে ৩৬ পয়েন্ট, সিএসইতে বেড়েছে ৭৯ পয়েন্ট।

এর ফলে উভয় বাজারে টানা সাত কার্যদিবস সূচক বাড়লো।

এতে ২০১৪ সালের ৩০ অক্টোবরের পর সর্বোচ্চ স্থানে দাঁড়িয়েছে ডিএসইর সূচক। ওই দিন ডিএসই’র সূচক ছিলো ৫ হাজার ১৭৩ পয়েন্ট।  

এদিকে সূচক ও লেনদেনের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন।

ডিএসইর তথ্য মতে, সোমবার ডিএসইতে ৪৭ কোটি ২৪ লাখ ১৫ হাজার ৪৩০টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। যা টাকার অংকে ১ হাজার ৪৪৮ কোটি ১৫ লাখ ৩৪ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৯৯৩ কোটি ৬৯ লাখ ৮৮ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৭০ কোটি ৫৮ লাখ ৭৫ হাজার টাকার।

তিন সূচকে পথচলা ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৩৫ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১১৯ পয়েন্টে। পাশাপাশি ডিএস-৩০ সূচক ১৯ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৪১ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৯ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ২০৯ পয়েন্টে দাঁড়িয়েছে।  
 
ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৯০টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৭৯ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৫৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৭৮ কোটি ৪৫ লাখ ৫৮ হাজার ১৬৭ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছে ৬২ কোটি ১১ লাখ ৪৯ হাজার ৮২৪ টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৭৪ কোটি ১৯ লাখ ৪৮ হাজার ১৯৯ টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৬১ কোটি ১৫ লাখ ৫৬ হাজার ৯৩৯ টাকার।  

লেনদেন হওয়া ২৬৫টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৪৭টির, কমেছে ৯০টির এবং ২৮টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।