ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

মূল্য সংশোধনের পরও ডিএসইতে লেনদেন ২ হাজার কোটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
মূল্য সংশোধনের পরও ডিএসইতে লেনদেন ২ হাজার কোটি

ঢাকা: টানা সাত কার্যদিবস সূচকের উত্থানের পর সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৮ জানুয়ারি) দেশের পুঁজিবাজারে দরপতন হয়েছে। দিনভর সূচকের ওঠানামা শেষে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৪২ পয়েন্ট।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৯১ পয়েন্ট। পাশাপাশি কমেছে লেনদেন ও বেশির কোম্পানির শেয়ারের দাম।

সংশ্লিষ্টরা বাজারের এ অবস্থানকে মূল্য সংশোধন মনে করছেন। তারা বলছেন, উত্থানের পর দরপতন, এটা পুঁজিবাজারের স্বাভাবিক প্রক্রিয়া। এতে বিনিয়োগকারীদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই। তাদের উচিৎ ভালো কোম্পানি দেখে, বুঝে বিনিয়োগ করা।

এদিকে মূল্য সংশোধনের পরও ডিএসইতে লেনদেন হয়েছে প্রায় ২ হাজার কোটি টাকা। অপর বাজার সিএসইতে লেনদেন হয়েছে ১২১ কোটি টাকা।

এর আগে গত ৮ জানুয়ারি রোববার উভয় বাজারে মূল্য সংশোধন হয়েছিলো।  

ডিএসইর তথ্য মতে, বুধবার ডিএসইতে ৬৩ কোটি ৭ লাখ ৪৮ হাজার ৩৪৫টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। টাকার অংকে লেনদেনের পরিমাণ ১ হাজার ৯৮৯ কোটি ৩২ লাখ ৫১ হাজার কোটি টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২ হাজার ৬৪ কোটি টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৮৫৬ কোটি ৫২ লাখ ৫ হাজার টাকার।

তিন সূচকে পথচলা ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৪১ দশমিক ৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৩৩ পয়েন্টে।

পাশাপাশি ডিএস-৩০ সূচক ৩ দশমিক ১৯ পয়েন্ট কমে ১ হাজার ৯৮০ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ সূচক ০ দশমিক ১২ পয়েন্ট কমে ১ হাজার ২৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ১৯১টির এবং আর অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ার।
 
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৯১ দশমিক ২৩ পয়েন্ট কমে ১০ হাজার ২৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হয়েছে ১২১ কোটি টাকা।  
 
লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ১৬৭টির এবং ১৬ কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।