ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে দরপতন অব্যাহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
পুঁজিবাজারে দরপতন অব্যাহত

ঢাকা: ২০১৬-১৭ অর্থবছরের শেষ মুদ্রানীতি ঘোষণার দ্বিতীয় দিনেও পুঁজিবাজারে দরপতন হয়েছে। দিনভর সূচকের নিন্মমুখী প্রবণতায় লেনদেনে শেষে সোমবার (৩০ জানুয়ারি) সূচক, লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮০ পয়েন্ট আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১১৯ পয়েন্ট সূচক কমেছে। এর ফলে পুঁজিবাজারে টানা চার কার্যদিবস সূচক পতন হলো।

ডিএসই’র তথ্য মতে, সোমবার ডিএসইতে ৩২ কোটি ৫৪ লাখ ৪১ হাজার ২৯৭টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। টাকার অংকে লেনদেনের পরিমাণ ১ হাজার ৭৪ কোটি টাকা। এর আগের দিন রোববার (২৯ জানুয়ারি) লেনদেন হয়েছিলো ১ হাজার ১৩৭ কোটি১৫ লাখ ৩৯ হাজার টাকা। তার আগের দিন শনিবার (২৯ জানুয়ারি) লেনদেন হয়েছিলো ১ হাজার ২৬৯ কোটি ৬০ লাখ ৬৮ হাজার টাকার।

তিন সূচকে পথচলা ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৭৯দশমিক ৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪২১ পয়েন্টে। পাশাপাশি ডিএস-৩০ সূচক ২৪ দশমিক ৭৪ পয়েন্ট কমে ১ হাজার ৯৭৮পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ্‌ সূচক ১৪ দশমিক ৭৩ পয়েন্ট কমে ১ হাজার ২৬০ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৬৮টির, কমেছে ২৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১০ কোম্পানির শেয়ার।
অপর বাজার সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১১৯ দশমিক ৩৩ পয়েন্ট কমে ১০ হাজার ১৮২ পয়েন্টে দাঁড়িয়েছে।
এ বাজারে লেনদেন হয়েছে ৭১ কোটি টাকা ৭৯ লাখ টাকার। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬৮ কোটি ৭ লাখ ২৩ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৭২ কোটি ৪৩ লাখ ২০ হাজার ৪৮৪ টাকার।

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৬২টির, কমেছে ১৮০টির এবং ১৪ কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এমএফআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।