ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

দুই মাসের মধ্যে ডিএসইতে সবচেয়ে কম লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
দুই মাসের মধ্যে ডিএসইতে সবচেয়ে কম লেনদেন

ঢাকা: হঠাৎ শুরু হওয়া দরপতনে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৬৭৭ কোটি টাকা। যা গত দুই মাসের মধ্যে সবচেয়ে কম লেনদেন।

এর আগে গত বছরের ৩০ নভেম্বর লেনদেন হয়েছিলো ৬৩০ কোটি টাকা। এনিয়ে ডিএসইতে টানা নয় কার্যদিবস লেনদেন কমলো।


 
এদিকে ডিএসইতে লেনদেনের পাশাপাশি কমেছে সূচক ও বাজার মূলধনও। এরপর দুই কার্যদিবস ডিএসইতে দরপতন হলো।
 
ডিএসইর তথ্য মতে, রোববার (৫ ফেব্রুয়ারি) ডিএসইতে ২১ কোটি ৫২ লাখ ১১ হাজার ২৪০টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। যা টাকার অংকে লেনদেনের পরিমাণ ৬৭৭ কোটি ৯৬ লাখ ৯৫ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৭৪৫ কোটি ৯৯ লাখ ২ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৮৮২ কোটি ৫৫ লাখ ৭৮ হাজার টাকার।

আগের দিনের মতোই এদিন তিন সূচকে পথচলা ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৪২দশমিক ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩২২ পয়েন্টে।

পাশাপাশি ডিএস-৩০ সূচক ৪ দশমিক ৪৮ পয়েন্ট কমে ১ হাজার ৯৫২ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ৫ দশমিক ৪৩ পয়েন্ট কমে ১ হাজার ২৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৮০টির, কমেছে ২২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২১ কোম্পানির শেয়ার।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৯৯ দশমিক ২৫ পয়েন্ট কমে ৯ হাজার ৯৬৭পয়েন্টে দাঁড়িয়েছে।

এ বাজারে লেনদেন হয়েছে ৪১ কোটি ৫০ লাখ ৭১ হাজার টাকার। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৫ কোটি ২৭ লাখ ৫১ হাজার ৯০৮ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৫০ কোটি ৮১ লাখ টাকা। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৪৯ কোটি ৫৮ লাখ ২৫ হাজার ৮৬৭ টাকার।

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৫৮টির, কমেছে ১৮০টির এবং ৯ কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এমএফআই/আরআইএস/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।