ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ঊর্ধ্বমুখী বাজারে সূচক বাড়লো টানা ছয় কার্যদিবস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
ঊর্ধ্বমুখী বাজারে সূচক বাড়লো টানা ছয় কার্যদিবস

ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারে দেশের উভয় পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী ধারায় লেনদেন হয়েছে। দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১২ পয়েন্ট এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ২৪ পয়েন্ট। এর ফলে উভয় বাজারে টানা ছয় কার্যদিবস সূচক বাড়লো।

সূচকের সোমবার (১৩ ফেব্রুয়ারি) পাশাপাশি উভয় বাজারে বেড়েছে লেনদেন ও বাজার মূলধন। তবে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণের ফলে ইতিবাচক ধারায় ফিরেছে পুঁজিবাজার। এতে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থাও বেড়েছে। তাই লেনদেন সূচক বাড়ছে।

তবে টানা ছয় কার্যদিবস সূচকের উত্থানের ফলে মূল্য সংশোধনের কারণে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে বলেও মনে করেন তারা।

ডিএসই’র তথ্য মতে, সোমবার ডিএসইতে ২৮ কোটি ৫৪লাখ ৭২ হাজার ৯৮০টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। এতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৯৩ কোটি ৫০ লাখ ১৭ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৯৬৬ কোটি ৮৩ লাখ ৯৪ হাজার টাকার। তারও আগে কার্যদিবসে (০৯ ফেব্রুয়ারি) লেনদেন হয়েছিলো ৯১৩ কোটি টাকার।

তিন সূচকে পথচলা ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ১২ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৫৮ পয়েন্টে।
 
পাশাপাশি ডিএস-৩০ সূচক ১৩ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৪ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ৪ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১১৯টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ারের।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ২৪ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৪২০ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন সিএসইতে লেনদেন ৬৮ কোটি ৫৫ লাখ২২ হাজার ৮৭৩ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫৪ কোটি ৮৭ লাখ ৮১ হাজার টাকার। লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ১২৫টির এবং ২৪ কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৬২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এমএফআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।