ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

আট কার্যদিবস পর ঊর্ধ্বমুখী পুঁজিবাজার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
আট কার্যদিবস পর ঊর্ধ্বমুখী পুঁজিবাজার

ঢাকাঃ টানা আট কার্যদিবস দরপতনের পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৭ এপ্রিল) দেশের পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনেদেন হয়েছে।

দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৩ পয়েন্ট।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৯ পয়েন্ট।

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন ও বাজার মূলধন। তবে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। এর আগের টানা আট কার্যদিবস সূচক পতন হয়েছিলো।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিদু‍ৎ ও জ্বালানি খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়াকে কেন্দ্র করে আটদিন পর সূচক বেড়েছে।
ডিএসই’র তথ্য মতে, সোমববার ডিএসইতে ২১ কোটি ৭ লাখ ১৬ হাজার ৭৩৮টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৭৬০ কোটি ৮২ লাখ ১৩ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৭২৪ কোটি ২২ লাখ টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৫৯৫ কোটি ৭৯ লাখ টাকা। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৭১৪ কোটি ৫৪ লাখ টাকা।

এদিন তিন সূচকে পথচলা ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসই-৩০ সূচক ৬ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬৬ পয়েন্টে এবং শরীয়াহ্ সূচক ০ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১২৩টির, কমেছে ১৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ার।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৯ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৫১০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫২ কোটি ২৫ লাখ ২ হাজার ৬২১ টাকা। আগের দিন লেনদেন হয়েছিলো ৪৭ কোটি ২০ লাখ ৩১ হাজার টাকা।
 
লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৯০টির, কমেছে ১২০টির এবং ২৮টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
এমএফআই/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।