ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

বেড়েছে সূচক কমেছে লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, মে ৩, ২০১৭
বেড়েছে সূচক কমেছে লেনদেন

ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবারের মতোই সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (৩মে) সূচক ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। কমেছে লেনদেনের পরিমাণ। তার আগের দিন রোববার দরপতনের মধ্যেদিয়ে লেনদেন হয়েছিলো।

দিনভর সূচকের ওঠানামা পর দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ২৩ দশমিক ৭১ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ৬০ পয়েন্ট।

ডিএসই’র তথ্য মতে, বুধবার ডিএসইতে ২২ কোটি ১০ লাখ ২১ হাজার ১৫৭টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৬৯৩ কোটি ৯৯ লাখ ৭৭ হাজার টাকা। এর আগের দিন লেনদনে হয়েছিলো ৭৭৪ কোটি ২৭ লাখ ৯৯ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৬১৪ কোটি ৭৫ লাখ ৬৭ হাজার টাকা।
 
এদিন তিন সূচকে পথচলা ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৩ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসই৩০ সূচক ৮ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪১ পয়েন্টে এবং শরীয়াহ্ সূচক ২ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৫১টি, কমেছে ১৩৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ার।
 
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৬০ দশমিক ৬৭পয়েন্ট বেড়ে ১০ হাজার ৪৩৪ পয়েন্টে অবস্থান করছে।
 
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪১ কোটি ৭৩ লাখ ৬৩ হাজার ৫৫৭ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৬ কোটি ১৪ লাখ ১২ হাজার ৭৫৩ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৩৭ কোটি ১১ লাখ ৪ হাজার ১৪০ টাকা।
 
 
লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১২৭টি, কমেছে ৮০টি এবং ৩৪টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।