ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচক বাড়লো টানা তিন কার্যদিবস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, মে ২৪, ২০১৭
সূচক বাড়লো টানা তিন কার্যদিবস

ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৪ মে) দেশের পুঁজিবাজারে সূচকের উত্থান হয়েছে। এদিন উভয় বাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। 

এর ফলে টানা তিন কার্যদিবস সূচকের উত্থান হলো। তবে তার আগের টানা তিন কার্যদিবস দরপতন হয়েছিলো।


 
বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৭ পয়েন্ট, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ২০ পয়েন্ট।
 
ডিএসই’র তথ্য মতে, বুধবার ডিএসইতে ১৬ কোটি ৪০ লাখ ৪৯ হাজার ৭২৯টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৫৪৪ কোটি ৪৪ লাখ ১ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬১২ কোটি ৭৮ লাখ ১৪ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৫৬০ কোটি ৪১ লাখ ৭৩ হাজার টাকা।  

তিন সূচকে পথ চলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৭ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪১২ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএস-৩০ মূল্যসূচক ১১ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ৫ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে।  

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৯টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১৯ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে ১০ হাজার ১৪৭ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪০ কোটি ৮০ লাখ ৭২ হাজার টাকার। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩১১ কোটি ৯০ লাখ ৬৯ হাজার ৪৪৩ টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৩৪ কোটি ৩১ লাখ ৩৯ হাজার ২৪৭ টাকার।

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১০১টি, কমেছে ১০১টি এবং ৩৫টি কোম্পানিরশেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, মে ২৪, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।