ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচক বাড়লো ছয় কার্যদিবস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, জুন ৬, ২০১৭
সূচক বাড়লো ছয় কার্যদিবস

ঢাকা: দিনভর সূচক ওঠানামার মধ্য দিয়ে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৬ জুন) দেশের উভয় বাজারে লেনদেন হয়েছে। এর ফলে চলতি অর্থবছরের বাজেট ঘোষণার তৃতীয় দিনেও ঊর্ধ্বমুখী ছিলো পুঁজিবাজার।

এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএস) সূচক বেড়েছে ১৮ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৩২ পয়েন্ট।

এর ফলে টানা ছয় কার্যদিবস পুঁজিবাজারে সূচক বাড়লো। সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন।

ডিএসই’র তথ্য মতে, মঙ্গলবার ডিএসইতে ১৮ কোটি ৬০ লাখ ২৮ হাজার ২৯৪টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৬৩৯ কোটি ৪৪ লাখ ৪ হাজার টাকা।  

এর আগের কার্যদিবস লেনদেন হয়েছিলো ৫৬৬ কোটি ১ লাখ ৭১ হাজার টাকার। তার আগের কার্যদিবস লেনদেন হয়েছিলো ৪৬০ কোটি ১২ লাখ ১ হাজার টাকার। তারও আগের কার্যদিবস লেনদেন হয়েছিলো ৫২৬ কোটি ৪ লাখ ১৮ হাজার টাকা।
 
তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৮ দশমিক ১২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫০০ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ২ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ২ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে।  

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৪টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৩২ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৩২৫ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১১২ কোটি ৯৮ লাখ ১৭ হাজার ৬১ টাকা। এর আগের কার্যদিবস লেনদেন হয়েছিলো ৪১ কোটি ৩৯ লাখ ৮৪ হাজার ১৫২ টাকার। তার আগের কার্যদিবস লেনদেন হয়েছিলো ২৫ কোটি ৩৫ লাখ ৫৩ হাজার ১৯৮ টাকা। তারও আগের কার্যদিবস লেনদেন হয়েছিলো ৪২ কোটি ৭ লাখ ৭৪ হাজার ৮৭৪ টাকার।

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৪২টি, কমেছে ৬১টি এবং ৪০টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, জুন ০৬, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।