ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

আমরা নেটওয়ার্কস এর শেয়ারের দাম নির্ধারণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, জুন ১৩, ২০১৭
আমরা নেটওয়ার্কস এর শেয়ারের দাম নির্ধারণ

ঢাকা: ইনিশিয়াল পাবলিক অফারিং (আইপিও) এর মাধ্যমে পুঁজিবাজারে আসতে যাওয়া আমরা নেটওয়ার্কস লিমিটেডের শেয়ারের দাম নির্ধারণ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১৩ জুন) ৬০৬ তম কমিশন সভায় আমরা’র শেয়ারের দাম প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য ৩৯ টাকা এবং সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিএসইসির পরিচালক রিপন কুমার দেবনাথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোম্পানিটি ১ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৫৬ কোটি ২৫ লাখ টাকা সংগ্রহ করবে। এক্ষেত্রে কোম্পানির প্রতিটি শেয়ারের কাট-অফ প্রাইস হিসাবে ৩৯ টাকা নির্ধারিত হয়েছে। যোগ্য বিনিয়োগকারীদের (ইলিজিবল ইনভেস্টর) বিডিংয়ের মাধ্যমে এ প্রাইস নির্ধারণ হয়েছে।

উত্তোলিত এই টাকা কোম্পানিটি ঋণ পরিশোধ, ব্যবসা সম্প্রসারণ, ডাটা সেন্টার ও আইপিও খাতে ব্যবহার করবে।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, জুন ১৩, ২০১৭
এমএফআই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।