ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচক ও লেনদেন বেড়ে সপ্তাহ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, জুলাই ৯, ২০১৭
সূচক ও লেনদেন বেড়ে সপ্তাহ শুরু

ঢাকা: সূচকের উত্থানের মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস বোরবার (০৯ জুলাই) দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর আগের কার্যদিবস উভয় বাজারে মূল্য সংশোধন হয়েছিলো।

দিনভর সূচকের ওঠানামার পর দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ২৪ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৪৩ পয়েন্ট।

এর আগের কার্যদিবস বৃহস্পতিবার (০৬ জুলাই) দরপতন হয়েছিলো। তবে তার আগের টানা তিন কার্যদিবস সূচকের উত্থান হয়েছে।

ডিএসইর তথ্য মতে, রোববার ডিএসইতে ৩৯ কোটি ৭৯ লাখ ৮৬ হাজার ৪৭৭টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ১ হাজার ১৬০ কোটি ৪১ লাখ ৭১ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৫ কোটি ৪৬ লাখ ৪ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ১৬৪ কোটি ৯২ লাখ ৫ হাজার টাকার।  

তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২২ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্য সূচক ৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ৭ দশমিক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩১৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৮টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ার।  

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৪৩ দশমিক ৫ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৮১৯ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৮৫ কোটি ৮৩ লাখ ৫ হাজার ৯৪৭ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬২ কোটি ৫৩ লাখ ৩৫ হাজার টাকার। তারও আগের দিন লেনদেন হয় ৭৯ কোটি ৩৯ লাখ ৬৯ হাজার ৬২ টাকার।

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৪৭টির, কমেছে ৭৭টি এবং ২৯টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।