ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

বেড়েছে সূচক ও লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
বেড়েছে সূচক ও লেনদেন ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ

ঢাকা: সূচক পতনের একিদন পর সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৩ জুলাই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন।

দিনভর সূচকের ওঠানামার শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৪৪ পয়েন্ট। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ১৪৩ পয়েন্ট।

এর আগের দিন বুধবার সূচক পতন হয়েছিলো। তবে তার আগের টানা তিন কার্যদিবস সূচক বেড়েছে।
 
ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার ডিএসইতে ৩১ কোটি ৬১ লাখ ১৬ হাজার ৭৭০টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ১ হাজার ৯ কোটি ৩২ লাখ ৫৪ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৯১৪ কোটি ২৮ লাখ ৮ হাজার টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৩২০ কোটি ৬৮ লাখ ৬৫ হাজার টাকার।
 
তিন সূচকে পথ চলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৪৪ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্য সূচক ১৪ পয়েন্টে বেড়ে ২ হাজার ১৩১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ১০ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩২৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১০টি, কমেছে ৭০টি এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ার।
 
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১৪৩ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯৩৯ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫৪ কোটি ৩৪ লাখ ৩ হাজার ৭২০ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছে ৫৬ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ৬২১ টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৭৬ কোটি ৭০ লাখ ৬০ হাজার টাকার।

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৬৬টি, কমেছে ৫৮টি এবং ২৫টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
এমএফআই/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।