ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

বিনিয়োগকারীদের পুঁজি বেড়েছে ৬ হাজার ৪৫৩ কোটি টাকা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৪ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৭
বিনিয়োগকারীদের পুঁজি বেড়েছে ৬ হাজার ৪৫৩ কোটি টাকা

ঢাকা: একদিন পতন আর চারদিন সূচকের উত্থানের মধ্যে ২০১৭-১৮ অর্থবছরের আরেকটি সপ্তাহ পার করলো দেশের পুঁজিবাজার। গত সপ্তাহে সূচকের পাশাপাশি লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।
 
 

ফলে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগকারীদের পুঁজি বেড়েছে ৬ হাজার ৪৫৩ কোটি ৬০ লাখ ৫৮ হাজার ২৯৮ টাকা।
 
ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানসহ বড় মূলধনী কোম্পানির শেয়ারের দাম বাড়ায় ইতিবাচক ধারায় ফিরেছে পুঁজিবাজার।

ফলে একদিকে বাজারের প্রতি বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বেড়েছে, অন্যদিকে দূর হচ্ছে তারল্য সংকটও।
 
বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজার ইতিবাচক ধারায় ফিরলে ভালো কোম্পানির চেয়ে খারাপ কোম্পানির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ে। ফলে কারসাজি চক্রের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হন বিনিয়োগকারীরা। তাই বিনিয়োগকারীদের বুঝে-শুনে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন তারা।
 
ডিএসইর তথ্য মতে, গত সপ্তাহে (০৯ জুলাই-১৩ জুলাই) ডিএসইতে লেনদেন হয়েছে ৫ হাজার ৬৬৯ কোটি ১৪ লাখ ৮৭ হাজার টাকার। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিলো ৫ হাজার ২৯৫ কোটি ৫৬ লাখ ৮২ হাজার ১২৫ টাকার। যা শতাংশের হিসেবে ৭ শতাংশ বেশি।
 
এর মধ্যে গত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির শেয়ারের লেনদেন হয়েছে ৫ হাজার ১৮২ কোটি ৪৯ লাখ ১০ হাজার ৮৩৯ টাকার। আগের সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির শেয়ার লেনদেন হয়েছিলো ৪ হাজার ৭৯১ কোটি ৩০ লাখ ২৭ হাজার ১২৫ টাকা।  
 
এদিকে তিন সূচকে পথচলা ডিএসইর প্রধান সূচক আগের সপ্তাহের চেয়ে ৮৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বাকি দুই সূচকও।
 
লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯৭টির, কমেছে ১১৬টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ারের দাম।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে লেনদেন হয়েছে ৩৫৫ কোটি ২০ লাখ ১৪ হাজার ১৯০ টাকার। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিলো ৩৩৩ কোটি টাকা। যা আগের সপ্তাহের চেয়ে ২২ কোটি টাকা বেশি।

এদিকে সিএসই’র প্রধান সূচক আগের সপ্তাহের চেয়ে ১৬৩ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৮টির, কমেছে ৯৬টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ারের দাম।
 
বাংলাদেশ সময়: ০৯১৩ ঘণ্টা, জুলাই ১৫,২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।