ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচক উত্থানে সপ্তাহ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
সূচক উত্থানে সপ্তাহ শুরু

ঢাকা: সূচক উত্থানের মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কার্যিদবস রোববার (১৬ জুলাই) দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম, লেনদেন এবং বাজার মূলধন।

সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হয়ে চলে বেলা ১১টা ২২ মিনিট পর্যন্ত। এরপর শেয়ার বিক্রির চাপে সূচক কিছুটা নিম্নমুখী হলেও দিনশেষে তা পজেটিভ অবস্থানে থাকে।

লেনদেন শেষে ডিএসইতে সূচক বেড়েছে ৯ পয়েন্ট। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ১০ পয়েন্ট।

এর ফলে টানা দুই কার্যদিবস উভয় বাজারে সূচকের উত্থান হলো। তবে তার আগে গত বুধবার সূচক পতন হয়েছিলো। তার আগে টানা তিন কার্যদিবস সূচক বেড়েছিলো।

ডিএসইর তথ্য মতে, রোববার ডিএসইতে ৩৮ কোটি ৮৯ লাখ ৪৪ হাজার ৮৪৩টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ১২শ’ ৬৩ কোটি ৪৬ লাখ ৯৫ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৯ কোটি ৩২ লাখ ৫৪ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৯১৪ কোটি ২৮ লাখ ৮ হাজার টাকার।  

তিন সূচকে পথ চলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৯ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্য সূচক ২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ০ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩২৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৬টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১০ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯৪৯ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৭৪ কোটি ১৪ লাখ ৯৪ হাজার ৫১ টাকা। এর আগের কার্যদিবস লেনদেন হয়েছিলো ৫৪ কোটি ৩৪ লাখ ৩ হাজার ৭২০ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছে ৫৬ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ৬২১ টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিলো
৭৬ কোটি ৭০ লাখ ৬০ হাজার টাকার।

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১১৯টির, কমেছে ১১৫টি এবং ৩৪টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।