ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

৪ কোম্পানির ৫ পরিচালকের শেয়ার কেনা-বেচার ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৭
৪ কোম্পানির ৫ পরিচালকের শেয়ার কেনা-বেচার ঘোষণা

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক, বিমা ও আর্থিকখাতের চার কোম্পানির পাঁচ পরিচালক নিজ নিজ প্রতিষ্ঠানের শেয়ার কেনা-বেচার ঘোষণা দিয়েছেন। তারা আগামী ৩০ কার্যদিবসে বাজার মূল্যে এ শেয়ার কেনা-বেচা সম্পন্ন করবেন।

রোববার (০৬ আগস্ট) ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
 
সূত্র জানায়, পাঁচ পরিচালকের মধ্যে ব্যাংক খাতের কোম্পানি সিটি ব্যাংক লিমিটেডের পরিচালক হুসাইন মেহমুদ ও রফিকুল ইসলাম খান যথাক্রমে ৪ লাখ ৫০ হাজার ও ৮ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।

১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালকদের কাছে ৩১ দশমিক শূন্য ৩ শতাংশ শেয়ার রয়েছে।
 
এছাড়াও ঢাকা ব্যাংকের পরিচালক রোকসানা জামান ৪ লাখ শেয়ার, বিমা খাতের কোম্পানি পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালক জাফর আহমেদ পাটোয়ারী ৫৫ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।
 
অন্যদিকে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের উদ্যোক্তা মাকসুদ মোর্শেদ ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। বর্তমানে তার হাতে ১৭ লাখ ২৮ হাজার ৮৮১টি শেয়ার রয়েছে। ২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির উদ্যোক্তা ও পরিচালকের কাছে ৩৩ দশমিক ২৮ শতাংশ শেয়ার রয়েছে।
 
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।