ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

দরপতনে সপ্তাহ পার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
দরপতনে সপ্তাহ পার

ঢাকা: সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্যদিয়ে সপ্তাহের শেষ কার্যদিবস (বৃহস্পতিবার) পুঁজিবাজারের লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)সূচক কমেছে ২২পয়েন্ট। 

দেশের অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে  ৪০পয়েন্ট।

এ ফলে টানা দুই কার্যদিবস উভয় বাজারে দরপতন হলো।

তবে তার আগের সপ্তাহের প্রথম কার্যদিবস (রোববার ১৩ আগস্ট) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে।
 
এদিন উভয় বাজারে সূচক পাশাপাশি কমেছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দামও।
  
ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার ডিএসইতে ২৩ কোটি ৪৭ লাখ ৭১ হাজার ১৩০টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৮৩২ কোটি ১২ লাখ ৪৬ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছে ৮৩৬কোটি ৩৭ লাখ ৮২ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৭৭৭ কোটি ৯১ লাখ ৪৩ হাজার টাকা।
 
তিন সূচকে পথ চলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসেরচেয়ে ২২ দশমিক ১২ পয়েন্ট কমে ৫ হাজার ৮৬১ পয়েন্টে দাঁড়িয়েছে।  
 
প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ৩ দশমিক ২২ পয়েন্টে কমে ২ হাজার ১০৯পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩০৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৯টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৪০ দশমিক ৪৭ পয়েন্ট কমে ১১ হাজার ১০২ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪৬ কোটি ২৪ লাখ ৯৬ হাজার ২৫৬ টাকা।
 
লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১১৯টির, কমেছে ১১৩টি এবং ৩০টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।