ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

বেড়েছে সূচক কমেছে লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
বেড়েছে সূচক কমেছে লেনদেন

ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৯ আগস্ট) দেশের পুঁজিবাজারে সূচক সামান্য বেড়েছে। তবে কমেছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

এর ফলে টানা চার কার্যদিবস (বৃহস্পতিবার, রোববার, সোমবার, মঙ্গলবার) সূচক বাড়লো। তার আগের কার্যদিবস গত বুধবার সূচক কমেছিলো।

কিন্তু তার আগের টানা তিন কার্যদিবস সূচক বেড়েছিলো।

দিনভর সূচকের ওঠানামা শেষে মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১ পয়েন্ট। দেশের অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ১২ পয়েন্ট।

ডিএসইর তথ্য মতে, এদিন ডিএসইতে ২৮ কোটি ৬১ লাখ ৮৯ হাজার ৩৪৮টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৯২৪ কোটি ৯৫ লাখ ১৯ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৩২ কোটি ৮১ লাখ ১২ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৯৩০ কোটি ২২ লাখ ৬২ হাজার টাকা। তারও আগের কার্যদিবস লেনদেন হয়েছে ৭৮২ কোটি ১০ লাখ ৮৮ হাজার টাকার।
 
তিন সূচকে পথ চলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্য সূচক ৩ দশমিক ৫৩ পয়েন্টে বেড়ে ২ হাজার ১২৪ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ৩ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩১৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪২টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১২ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১৫৬ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪৯ কোটি ৯২ লাখ ৩৬ হাজার ৮৬২ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছে ৭৩ কোটি ৩৩ লাখ ৮৭ হাজার ৬৮ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৫২ কোটি ৬২ লাখ ৭৬ হাজার ৬৪৮ টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছে ৪৪ কোটি ৩৬ লাখ ৮১ হাজার ৮৫৮ টাকার।  

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১ কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।