ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে বড় দরপতন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
পুঁজিবাজারে বড় দরপতন

ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২০ সেপ্টেম্বর) পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম এবং বাজার মূলধনও।

বুধবার দিনভর সূচকের ওঠানামা শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৬৪ পয়েন্ট। অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১৩৩ পয়েন্ট।


 
এর ফলে সিএসইতে টানা দুই কার্যদিবস সূচক কমলো। অন্যদিকে ডিএসইতে একদিন পর আবারো সূচক পতন হলো। বাজারের এ অবস্থানকে সংশ্লিষ্টরা মূল্য সংশোধন বলে অভিহিত করেছেন।
 
ডিএসইর তথ্য মতে, বুধবার ডিএসইতে ৩৭ কোটি ৮৫ হাজার ৪৭১টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ১ হাজার ৮২ কোটি টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৫০৮ কোটি ৭৩ লাখ ৯৩ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৫২৫ কোটি টাকা।  
 
তিন সূচকে পথ চলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৬৩ দশমিক ৬৭ পয়েন্ট কমে ৬ হাজার ১৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্য সূচক ১৫ দশমিক ৪৭ পয়েন্টে কমে ২ হাজার ১৯৮ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ৯ দশমিক ২৭ পয়েন্ট কমে ১ হাজার ৩৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৬টি, কমেছে ২০৬টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার।
 
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১৩৩ দশমিক ৫৪ পয়েন্ট কমে ১১ হাজার ৫৭৯ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫১ কোটি ১৭ লাখ ১০৮ টাকা। আগের দিন লেনদেন হয়েছিলো ৭৮ কোটি ১ লাখ ৭২ হাজার ৭৭২ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৬৮ কোটি ৩৯ লাখ ৭০ হাজার ৮০৭ টাকার।  
 
লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৭০টি, কমেছে ১৪৪টি এবং অপরিবর্তিত রয়েছে ২৭ কোম্পানির শেয়ারের দাম।
 
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
এমএফআই/এসআরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।