ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

একদিন পর সূচক উত্থান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
একদিন পর সূচক উত্থান

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৫ নভেম্বর) সূচক পতনের পর দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৬ নভেম্বর) ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন ও বাজার মূলধন। তবে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

এদিন সূচক ওঠানামার মধ্য দিয়ে ডিএসইতে লেনদেন শুরু হয়ে চলে দুপর ১টা পর্যন্ত। এরপর আইসিবিসহ কয়েকটি প্রতিষ্ঠানের মার্কেট সাপোর্টের ফলে দিনের বাকি লেনদেন হয় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায়।

 

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৩১ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ৬৬ পয়েন্ট। তবে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসের আগে গত সপ্তাহের শেষ চার কার্যদিবস টানা সূচক বেড়েছিলো।

ডিএসইর তথ্য মতে, সোমবার বাজারে ১৬ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ৫৭৬টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৬৭১ কোটি ৯৮ লাখ ৬৬ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫৩৮ কোটি ৪৯ লাখ ৭৮ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৬৭৫ কোটি ৯২ লাখ ৪২ হাজার টাকার।  
 
তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩১ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ১০ দশমিক ১২ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০৮ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ সূচক ১ দশমিক ৪২ পয়েন্ট  বেড়ে ১ হাজার ৩২৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৮টির, কমেছে ১৭০টির ও অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানির শেয়ার।

সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৫২ দশমিক ৮৭ পয়েন্ট কমে ১১ হাজার ৩৮৫ পয়েন্টে অবস্থান করছে।

এদিন এ বাজারে লেনদেন হয়েছে ৫৩ কোটি ৬৪ লাখ ৮১ হাজার ৯৭৮ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২৯ কোটি ৩৫ লাখ ৫৩ হাজার ৪৬৯ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪৫ কোটি ৪৩ লাখ ১৯ হাজার ৭৪৯ টাকা।  

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।