এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৩৪ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৭৩ পয়েন্ট।
এর ফলে টানা ছয় কার্যদিবস সূচক বাড়লো। তবে তার আগের তিন কার্যদিবস সূচক পতন হয়েছিলো।
ব্যাংক, জ্বালানি ও বিদ্যুৎ এবং আর্থিক প্রতিষ্ঠান খাতের বেশির ভাগ শেয়ারের দাম বাড়ায় এদিন পুঁজিবাজারে উত্থান হয়েছে। ফলে নতুন বছরের তিন কার্যদিবস সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে।
বুধবার ডিএসইতে তালিকাভুক্ত ব্যাংকখাতের ত্রিশটি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৬টির, কমেছে ২টির আর অপরিবর্তিত রয়েছে দু’টি ব্যাংকের শেয়ারের। বিদ্যুৎ ও জ্বালানি খাতে তালিকাভুক্ত ১৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬টির, কমেছে ২টি কোম্পানির শেয়ারের দাম। এছাড়াও ইঞ্জিনিয়ারিং, ওষুধ ও রসায়ন খাতের শেয়ারের দাম বেড়েছে।
ডিএসই’র তথ্য মতে, বুধবার বাজারে ১৫ কোটি ৪ লাখ ৬০ হাজার ৬৭৬টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৫৭৬ কোটি ৫৭ লাখ ২৫ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬০৬ কোটি ৮৯ লাখ ৮ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৩৭৪ কোটি ৩০ লাখ ৭৯ হাজার টাকার।
তিন সূচকে পথচলা ডিএসই’র ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩৮ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ১০ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩০১ পয়েন্ট এবং ডিএসইএক্স শরিয়াহ সূচক ৯ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪১১ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯৫টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।
অপরদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৭৩ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৮১৪ পয়েন্টে অবস্থান করছে।
এ বাজারে লেনদেন হয়েছে ৩০ কোটি ৩০ লাখ ৫৬ হাজার ৩০০ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩৭ কোটি ৩৬ লাখ ৫৯ হাজার ৫৩১ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৩৮ কোটি ৯২ লাখ ৫৩ হাজার ২৯৬ টাকার।
সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৯টির, কমেছে ৬৭টির ও অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ারের দাম।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৮
এমএফআই/জেডএস