সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সকাল সাড়ে ১০টায় ডিএসইতে দিনের লেনদেন শুরু হয়ে চলে বেলা পৌনে ১১টা পর্যন্ত। এরপর শেয়ার বিক্রির চাপে শুরু হয় সূচকের ওঠানামা, যা লেনদেনের শেষ সময় পর্যন্ত অব্যাহত ছিলো।
ডিএসই’র তথ্য মতে, মঙ্গলবার ১৬ কোটি ২৭ লাখ ৯১ হাজার ৭২৭টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। লেনদেন হয়েছে ৭১৬ কোটি ৬১ লাখ ৫৩ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৮৭৩ কোটি ১১ লাখ ৬৬ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিল এক হাজার ৫৪ কোটি ৯৩ লাখ ২৬ হাজার টাকা।
তিন সূচকে পথচলা ডিএসই’র প্রধান সূচক (ব্রড ইনডেক্স) আগের দিনের চেয়ে ১২ দশমিক ৬৮ পয়েন্ট কমে পাঁচ হাজার ৩৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ সূচক ১০ দশমিক ১১ পয়েন্ট কমে এক হাজার ৯০২ পয়েন্ট এবং শরীয়াহ সূচক ২ দশমিক ০৩ পয়েন্ট কমে এক হাজার ২৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেন হওয়া কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ১৮৬টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮টি।
দেশের অপর পুঁজিবাজার সিএসই’র সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৫৬ দশমিক ১৮ পয়েন্ট কমে নয় হাজার ৯৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন লেনদেন হয়েছে ৩৯ কোটি ৩৬ লাখ ৯৫ হাজার ৭৯৮ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩৪ কোটি ১৯ লাখ ৬০ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিল ৮০ কোটি ১১ লাখ ৯৭ হাজার ৮১৪ টাকা।
লেনদেন হওয়া কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৭৯টির, কমেছে ১৪৬টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৮
এমএফআই/জেডএস