সোমবার (০৬ আগস্ট) ডিএসইর পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে।
বিষয়টি ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, চলতি বছরের ৩ এপ্রিল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৩৮তম কমিশন সভায় কোম্পানিটিকে বাজার থেকে ২২ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দেয়। কোম্পানিটি ২ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে আইপিওর মাধ্যমে বাজার থেকে ২২ কোটি টাকা উত্তোলন করে। পাশাপাশি শেয়ারহোল্ডাদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়। উত্তেলিত টাকায় কোম্পানিটি প্লান্ট ও মেশিনারিজ ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খাতে ব্যয় করবে।
কোম্পানিটির ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরের আর্থিক বিবরণী অনুযায়ী পুন:মূল্যায়ন ছাড়া শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ দশমিক ৯০ টাকা এবং শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ভারিত গড় হারে ২ দশমিক ০২ টাকা। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৮
এমএফআই/জেডএস