বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানি সচিব নজরুল ইসলাম।
তিনি বাংলানিউজকে বলেন, কোম্পানিটির প্রতিটি শেয়ারের কাট অব প্রাইস নির্ধারণের লক্ষ্যে এই বিডিং শুরু হবে সোমবার বিকেল ৫টায়।
উল্লেখ্য, চলতি বছরের ১০ জুলাই (মঙ্গলবার) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) রানারকে শেয়ার ছেড়ে ১০০ কোটি টাকা উত্তোলনের জন্য অনুমোদন দেয়। এতে বলা হয়, রানারকে বুক বিল্ডিং পদ্ধতিতে ইলেক্ট্রনিক বিডিং সম্পাদনের মাধ্যমে (প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের) প্রান্ত-সীমা (কাট অব প্রাইস) নির্ধারণের জন্য অনুমোদন করা হয়েছে।
কোম্পানিটি আইপিওর মাধ্যমে বাজার থেকে ১০০ কোটি টাকা উত্তোলন করবে। এ টাকায় গবেষণা ও উন্নয়ন, যন্ত্রপাতি ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ ও প্রাথমিক গণপ্রস্তাবের ব্যয় বাবদ খরচ করবে।
এতে আরো বলা হয়, ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৩ টাকা ৩১ পয়সায় দাঁড়িয়েছে।
একই বছরে কোম্পানির সম্পদ পুনর্মূল্যায়ন পরবর্তী শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিলো ৫৫ টাকা ৭০ পয়সা। আর পুনর্মূল্যায়ন ছাড়া এনএভি ৪১ টাকা ৯৪ পয়সা।
কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড। আর রেজিস্ট্রার টু দি ইস্যু হিসেবে কাজ করছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৮
এমএফআই/জেডএস