ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচক কমলেও বেড়েছে লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
সূচক কমলেও বেড়েছে লেনদেন

ঢাকা: সামান্য সূচক পতনের মধ্য দিয়ে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে। দিনভর সূচক ওঠানামা শেষে মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সূচক কমেছে।

তবে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেনের পরিমাণ। একই অবস্থায় লেনদেন হয়েছে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)।

এর ফলে বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সূচক বৃদ্ধির পর রবি, সোম ও মঙ্গলবার টানা তিনদিন সূচক পতন হলো। এদিন বিমা খাতের সব কোম্পানির শেয়ারের দাম কমলেও বেড়েছে বস্ত্র খাতের সব শেয়ারের দাম।

ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার বাজারে ২২ কোটি ২ লাখ ৬৬ হাজার ৮৫৪টি শেয়ারের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৯০১ কোটি ৩৯ লাখ ৪ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৭১৯ কোটি ১৩ লাখ ১৭ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৮১২ কোটি ৭৭ লাখ ৪ হাজার টাকার।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৯৫ পয়েন্ট কমে ৫ হাজার ৭৩১ পয়েন্টে অবস্থান নেয়। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএক্স ইনডেক্স ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩০৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ ইনডেক্স ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৯৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১৫৫টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির।

সিএসইতে সার্বিক সূচক ৭ পয়েন্ট কমে ১৭ হাজার ৫৬৭ পয়েন্টে অবস্থান করছে। এ বাজারে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৪০টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ারের দাম।

সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ কোটি ৮১ লাখ ৫৮ হাজার ৩৭০ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২১ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার ৮৪৭ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ২৭ কোটি ৬২ লাখ ৭৭১টাকা।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
এমএফআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।