ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

পাওয়ার গ্রিড কোম্পানিকে পরিশোধিত মূলধন বাড়ানোর অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
পাওয়ার গ্রিড কোম্পানিকে পরিশোধিত মূলধন বাড়ানোর অনুমোদন

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডকে ২৫ কোটি ১৮ লাখ ১৪ হাজারটি শেয়ার ইস্যুর মাধ্যমে পরিশোধিত মূলধন বাড়ানোর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (২৭ নভেম্বর) বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিএসইসির ৭০৮তম কমিশন সভায় কোম্পানিটিকে এ অনুমোদন দেওয়া হয়।

পাওয়ার গ্রিডের ২৫ কোটি ১৮ লাখ ১৪ হাজারটি সাধারণ শেয়ার কোম্পানির বিদ্যমান শেয়ারহোল্ডার বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডকে (বিপিডিবি) ইস্যুর মাধ্যমে ২৫১ কোটি ৮১ লাখ ৪০ হাজার টাকা পরিশোধিত মূলধন বাড়ানো প্রস্তাব কমিশন অনুমোদন করেছে।

প্রসঙ্গত, সাধারণ শেয়ার উক্ত কোম্পানিতে বিপিডিবির বিদ্যমান বিনিয়োগের বিপরীতে ভেন্ডর চুক্তির মাধ্যমে নগদ ব্যতীত অন্য প্রতিদানের বিপরীতে ইস্যুর অনুমোদন দেওয়া হয়েছে। বিপিডিবির সঙ্গে স্বাক্ষরিত পঞ্চম ভেন্ডর চুক্তি এবং ষষ্ঠ ভেন্ডর চুক্তির মাধ্যমে ২০০২-০৭ সালে যথাক্রমে ১৭ কোটি ১৭ লাখ  ৪০ হাজার টাকা ও ২৩৪ কোটি ৬৪ লাখ টাকার (মোট ২৫১ কোটি ৮১ লাখ ৪০ হাজার টাকা) সমপরিমাণ বৈদ্যুতিক সরঞ্জামাদি বিপিডিবি থেকে পিজিসিবিতে হস্তান্তর করে। যা কোম্পানিটি এখন শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধনে রূপান্তরিত করবে।

উপরিল্লিখিত ২৫ কোটি ১৮ লাখ ১৪ হাজারটি সাধারণ মেয়ার স্ট্রাটেজিক বিনিয়োগ হিসেবে লক-ইন অবস্থায় থাকবে যা কমিশনের অনুমোদন ছাড়া বিক্রয় বা হস্তান্তরযোগ্য নয়।

বাংলাদেশ সময়: ২৩৫৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
এসএমএকে/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।