ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ওরিয়নের দুই কোম্পানির কাছে মূল্য সংবেদনশীল তথ্য নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
ওরিয়নের দুই কোম্পানির কাছে মূল্য সংবেদনশীল তথ্য নেই

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ওরিয়ন গ্রুপের দুই কোম্পানির শেয়ারের সম্প্রতি অস্বাভাবিকভাবে দর বাড়ছে। তবে কোম্পানি দুটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।

তাই বিনিয়োগকারীদের গুজবে কান না দিয়ে বিনিয়োগ করতে আহ্বান জানিয়েছে ওরিয়ন ফার্মা ও ওরিয়ন ইনফিউশন লিমিটেড।  

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানি দুটি বিনিয়োগকারীদের কোম্পানির মৌলভিত্তি, টেকনিক্যাল অ্যানালাইসিস, প্রাইস লেভেল এবং প্রকাশিত তথ্যের ভিত্তিতে মূল্যবান বিনিয়োগ করার আহ্বান জানিয়েছে। এছাড়া কোনো ধরনের গুজবে কান না দিয়ে বিনিয়োগ করতে বলেছে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
এসএমএকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।