ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারের জন্য সোনালী ব্যাংকের ২শ কোটি টাকার তহবিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
পুঁজিবাজারের জন্য সোনালী ব্যাংকের ২শ কোটি টাকার তহবিল

ঢাকা: পুঁজিবাজারে আরও বিনিয়োগের উদ্দেশ্যে ২০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করেছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক লিমিটেড।

মঙ্গলবার (১০ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  এতে বলা হয়, পুঁজিবাজারে বিনিয়োগের উদ্দেশ্যে সোনালী ব্যাংক লিমিটেড ২০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করেছে।

বিরাজমান অবস্থার প্রেক্ষাপটে পুঁজিবাজারে বাংলাদেশ ব্যাংকের ১০ ফেব্রুয়ারি জারি করা প্রজ্ঞাপনের আলোকে ব্যাংকটি তার নিজস্ব তহবিল থেকে পুঁজিবাজারে বিনিয়োগের জন্য তহবিল গঠন করেছে।

এতে শেয়ারবাজারে তারল্য সঙ্কট বৃদ্ধির কারণে বিনিয়োগকারীদের আস্থা দৃঢ়তর হবে মর্মে আশা করেছেন সংশ্লিষ্টরা। রোববার (০৮ মার্চ) বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে।

পুঁজিবাজারকে চাঙ্গা করতে ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ হিসেবে ১০ ফেব্রুয়ারি এক সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
এসই/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।