ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

গুজবে কান না দেওয়ার আহ্বান ডিএসইর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
গুজবে কান না দেওয়ার আহ্বান ডিএসইর

ঢাকা: করোনা ভাইরাস আতঙ্কে দেশের পুঁজিবাজারে লেনদেনের শুরুতেই ব্যাপক ধস দেখা দেয়। এ পরিস্থিতিতে শেয়ারবাজারের লেনদেন সাময়কি বন্ধ করা হবে বলে গুঞ্জন উঠে। তবে বিষয়টিকে গুজব বলে বিনিয়োগকারীদের এ বিষয়ে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

রোববার (১৫ মার্চ) ডিএসইর ডিজিএম শফিকুর রহমান বাংলানিউজকে বলেন, ডিএসই কর্তৃপক্ষ লেনদেন বন্ধ করার বিষয়ে ভাবছে না। তাই কোনো গুজবে কান না দিয়ে বিনিয়োগকারীদের বিনিয়োগে আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আমরা ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদের মাধ্যমে গুজবে কান না দিয়ে লেনদেন করার আহ্বান জানিয়েছি। একইসঙ্গে শেয়ারবাজারে বিনিয়োগ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার বাস্তবায়নে সব স্টেকহোল্ডাররা কাজ করছেন বলে জানানো হয়েছে ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।