ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থ্যাৎ বেলা ১১টা ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের চেয়ে ১০ পয়েন্ট কমে ৩ হাজার ৯৮৮ পয়েন্টে অবস্থান করে।
মঙ্গলবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানি গুলোর মধ্যে দাম বেড়েছে ১৮টির, কমেছে ৩৮টির এবং অপরির্বতিত রয়েছে ১৩৬টি কোম্পানির শেয়ার।
এদিকে, আজ ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক নিম্নমুখী দেখা যায়। লেনদেনের শুরুর প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক কমে ৫ পয়েন্ট। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক আগে অবস্থান থেকে আরো ৮ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি কিছুটা নিম্নমুখী দেখা যায়। বেলা ১০টা ৪৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৯৮৪ পয়েন্টে অবস্থান করে।
আজ বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো, সেন্ট্রাল ফার্মা, ইন্দো-বাংলা, সিলকো ফার্মা, এসিআই ফর্মূলেশন, বিএসসিসিএল, মুন্নু সিরামিক ও আজিজ পাইপস।
এদিকে লেনদেন শুরুর আধা ঘন্টা পর বেলা ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৪৮ পয়েন্ট কমে ১১ হাজার ২৯৩ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়।
এদিন বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৭০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ের ৫টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৮টি কোম্পানির দর। অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানি শেয়ারের দর।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘন্টা, জুন ০২, ২০২০
এসএমএকে/এমএমএস