ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

শেয়ারবাজার

রিং শাইনের কারখানা বন্ধের সময় বাড়লো

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৭, নভেম্বর ২৪, ২০২০
রিং শাইনের কারখানা বন্ধের সময় বাড়লো

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান রিং শাইন টেক্সটাইলের পরিচালনা পর্ষদ কোম্পানিটির কারখানা বন্ধের মেয়াদ তৃতীয় দফায় আবারো বাড়িয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, কোম্পানিটির কারখানা আগামী ২৫ নভেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।

এর আগে প্রথম দফায় ২৭ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত এবং দ্বিতীয় দফায় ২৬ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত কোম্পানিটির কারখানা বন্ধ ঘোষণা করা হয়।

মহামারি কোভিড-১৯ এর প্রভাবের কারণে বিদেশি ক্রেতাদের কাছ থেকে ক্রমবর্ধমান আদেশ ও আমদানি করা কাঁচামালের অভাবজনিত কারণে কোম্পানিটির কারখানা বন্ধ রয়েছে বলেও জানা যায়।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
এসএমএকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।