ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত  

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত
 

সিরাজগঞ্জ: ‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি’ স্লোগানকে সামনে রেখে গত সোমবার (২৫ নভেম্বর) বিকেলে বসুন্ধরা শুভসংঘ সিরাজগঞ্জ সদর উপজেলা শাখার আয়োজনে পালিত হয়েছে নারী নির্যাতন প্রতিরোধ দিবস।  

বিশ্বব্যাপী নারীর প্রতি সহিংসতা বন্ধে সচেতনতা সৃষ্টি এবং প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করার জন্য দিবসটি পালিত হয়।

 

নারীর প্রতি সহিংসতা আজও একটি বৈশ্বিক সমস্যা। এটি একাধিক রূপে দেখা যায়, যেমন: পারিবারিক সহিংসতা, যৌন হয়রানি ও ধর্ষণ, মানবপাচার, বাল্যবিবাহ, অর্থনৈতিক এবং সামাজিক বৈষম্য।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে প্রতি তিনজন নারীর মধ্যে একজন জীবনে অন্তত একবার শারীরিক বা যৌন নির্যাতনের শিকার হন।

বাংলাদেশে নারী নির্যাতন একটি গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা। যদিও বিভিন্ন সময়ে আইন প্রণয়ন এবং সচেতনতা বৃদ্ধির চেষ্টা হয়েছে, তারপরও ধর্ষণ, যৌতুক এবং বাল্যবিয়ের মতো ঘটনা ঘটছে।  

দিবসটি উপলক্ষে সিরাজগঞ্জ সদরের সয়দাবাদ গাছাবারি দাখিল মাদরাসায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।

বসুন্ধরা শুভসংঘ সিরাজগঞ্জ সদর উপজেলা সাধারণ সম্পাদক রাসেল সরকারের পরিচালনায় এতে অনেকের মধ্যে বক্তব্য দেন শিক্ষক আলাল সরকার, রাজাপুর ইউনিয়ন সমন্বয়ক মাহবুব আলম, সদস্য মোছা. আমিনা খাতুন, শিউলি খাতুন ও সোনিয়া বেগম।

এসময় শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে মাদরাসা সংলগ্ন রাস্তায় সচেতনতামূলক মানববন্ধন করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ