ঢাকা, সোমবার, ৪ কার্তিক ১৪৩২, ২০ অক্টোবর ২০২৫, ২৭ রবিউস সানি ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

পরিবেশ সুরক্ষায় কুমিল্লায় তাল বীজ বপন করল বসুন্ধরা শুভসংঘ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৫, অক্টোবর ১৯, ২০২৫
পরিবেশ সুরক্ষায় কুমিল্লায় তাল বীজ বপন করল বসুন্ধরা শুভসংঘ পরিবেশ সুরক্ষায় কুমিল্লায় তাল বীজ লাগিয়েছে শুভসংঘ

বজ্রপাত প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা এবং পুষ্টিকর ফল তাল সংরক্ষণের লক্ষে তাল বীজ বপন কর্মসূচি পালন করেছে কুমিল্লার বসুন্ধরা শুভসংঘ শাখা।

শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে আদর্শ সদর উপজেলার গোমতী নদীর পাড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মোশাররফ হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন শুভসংঘের উপদেষ্টা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু, মাইটিভির কুমিল্লা প্রতিনিধি মো. আবু মুছা, কালের কণ্ঠের কুমিল্লা প্রতিনিধি ও শুভসংঘ কুমিল্লা শাখার সভাপতি জাহিদ পাটোয়ারী, সহসভাপতি মো. কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক মহিন উদ্দিন ভূইয়া, ইভেন্ট সম্পাদক মোতালেব হোসেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক রাকিব হোসেন, কার্যকরী সদস্য আহমদ সিফাতুল্লাহ জাইম, স্থানীয় সমাজসেবক, শিক্ষক-শিক্ষার্থী ও শুভসংঘের সদস্যরা।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।