ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করার দাবিতে বসুন্ধরা শুভসংঘের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৬, মে ৫, ২০২৫
ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করার দাবিতে বসুন্ধরা শুভসংঘের মানববন্ধন

বগুড়া: বগুড়ায় ভেজালমুক্ত, নিরাপদ খাদ্য নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে বসুন্ধরা শুভসংঘের শেরপুর শাখা।

সোমবার (৫ মে) দুপুরে শেরপুর প্রেসক্লাবের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কের পূর্ব পাশে এ কর্মসূচি পালিত হয়।


এতে বসুন্ধরা শুভসংঘের সদস্যদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন।

বসুন্ধরা শুভসংঘ শেরপুর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুল হাই বারীর সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কেএম মাহবুবার রহমান হারেজ।

ভেজালমুক্ত নিরাপদ খাদ্য নিশ্চিত করার দাবি জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে কেএম মাহবুবার রহমান হারেজ বলেন, প্রত্যেক নাগরিকের জন্য মানসম্মত খাদ্য নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, যা তাদের মৌলিক অধিকার। কিন্তু আজও তা বাস্তবায়ন হয়নি। বরং দেশের সর্বত্রই এখন ভেজাল আর ভেজাল। খাদ্যে নকল ও ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে। মানহীন খাবার খেয়ে অসংখ্য মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। বিশেষ করে কিডনি ও লিভারের সমস্যা অস্বাভাবিক হারে বেড়েছে। তাই এমন পরিস্থিতি আর চলতে দেওয়া যায় না। ”
তিনি আরও বলেন, “যারা খাদ্যে ভেজাল মেশায়, তাদের আইনের আওতায় আনতে হবে। যে কোনো মূল্যে তাদের রুখতে হবে।

এ ছাড়া পরিবেশ ও শব্দদূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি শেরপুর উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত করতোয়া ও বাঙালি নদীর পানি দূষণ ও দখল রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

বসুন্ধরা শুভসংঘ শেরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদের মজনুর সঞ্চালনায় ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে বক্তব্য রাখেন মানবজমিনের প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আব্দুল আলীম, দৈনিক কালের কণ্ঠের শেরপুর প্রতিনিধি আইয়ুব আলী, শুভসংঘের সহ-সভাপতি হাবিবুর রহমান পান্না, ডা. সারোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সদস্য নিলুফা ইয়াসমিন, উজ্জ্বল হোসেন, সাইফুল ইসলাম, সোহানুর রহমান সানসহ আরও অনেকে।

মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সংহতি প্রকাশ করে তাদের প্রতিনিধিরাও অংশ নেন।

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ