ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

করোনা রোধে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাস্ক ও লিফলেট বিতরণ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৩, জুলাই ২, ২০২৫
করোনা রোধে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাস্ক ও লিফলেট বিতরণ 

সাভার (ঢাকা): করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বসুন্ধরা শুভসংঘ সাভার উপজেলা শাখার উদ্যোগে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে।  

বুধবার (২ জুলাই) সাভারের পাকিজা মোড় (ইয়ামিন চত্বর), বাসস্ট্যান্ড, বাজার ও প্রধান সড়ক সংলগ্ন এলাকায় সাধারণ পথচারী, রিকশাচালক, ভ্যানচালক, দোকানদার ও শ্রমজীবী মানুষের মধ্যে বিনামূল্যে মাস্ক ও করোনা প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

বসুন্ধরা শুভসংঘ সাভার উপজেলা শাখার সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম পিন্টুর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ সাভার উপজেলা শাখার সহ-সভাপতি মো. আরিফুল ইসলাম জুয়েল, মো. জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল, সহ-সাংগঠনিক সম্পাদক ফারজানা ইয়াসমিন মিতু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হায়দার আলী, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক নাবিলা তাবাসুম, শিক্ষা বিষয়ক সম্পাদক আঁখি, ক্রীড়া বিষয়ক সম্পাদক জান্নাত, দপ্তর সম্পাদক মো. আনোয়ারুল হক ও সদস্য শারমিন আক্তার আঁখি, আল- আমিন।

বসুন্ধরা শুভসংঘ সাভার উপজেলা শাখা সভাপতি বলেন, করোনা সংক্রমণের ঝুঁকি দিনদিন বাড়ছে। অনেকেই মাস্ক পরছেন না, স্বাস্থ্যবিধি মানছেন না। তাই মানুষকে সচেতন করতে আমাদের এ উদ্যোগ। আমরা চাই, সবাই মাস্ক পরুক, স্বাস্থ্যবিধি মেনে চলুক এবং নিজেদের পাশাপাশি অন্যদেরও নিরাপদ রাখুক।

বসুন্ধরা শুভসংঘ সাভার উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম পিন্টু বলেন, সচেতনতার বার্তা পৌঁছে দিতে আমরা লিফলেট বিতরণ করছি। এতে করে মানুষ জানবে কীভাবে সহজ কিছু অভ্যাসের মাধ্যমে করোনা প্রতিরোধ করা যায়। আমরা জনসাধারণকে নিয়মিত মাস্ক ব্যবহার, হাত সাবান-পানি বা স্যানিটাইজার দিয়ে পরিষ্কার রাখা, জনসমাগম এড়িয়ে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার মতো স্বাস্থ্যবিধিগুলো সম্পর্কে জানাচ্ছি।  

অনুষ্ঠান শেষে বসুন্ধরা শুভসংঘের সদস্যরা জানান, তাদের এ সচেতনতামূলক কার্যক্রম চলবে। ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক এবং মানবিক কার্যক্রম পরিচালনা করবে সাভার উপজেলা শাখা।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ