ঢাকা, বুধবার, ৬ কার্তিক ১৪৩২, ২২ অক্টোবর ২০২৫, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

পটিয়ার মেধাবী শিক্ষার্থী সানজিদার পাশে বসুন্ধরা শুভসংঘ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৯, অক্টোবর ২১, ২০২৫
পটিয়ার মেধাবী শিক্ষার্থী সানজিদার পাশে বসুন্ধরা শুভসংঘ পটিয়ার মেধাবী শিক্ষার্থী সানজিদার পাশে বসুন্ধরা শুভসংঘ

চট্টগ্রামের পটিয়া উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এক মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীকে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এ সহায়তা শিক্ষার্থীদের পড়াশোনার পথে অর্থনৈতিক বাধা দূর করে তাদের এগিয়ে যেতে উৎসাহিত করার একটি মানবিক প্রয়াস।

সহায়তা পাওয়া শিক্ষার্থী সানজিদা আকতার বর্তমানে নবম শ্রেণিতে পড়াশোনা করছে। সে পটিয়ার জিরি গ্রামের বাসিন্দা এবং আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।

সানজিদার বাবা নুরুল করিম একজন পরিশ্রমী মানুষ হলেও সীমিত আয়ের কারণে মেয়ের শিক্ষার খরচ জোগাতে হিমশিম খাচ্ছিলেন। এই পরিস্থিতিতে সানজিদার পড়ালেখা বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়। ঠিক তখনই বসুন্ধরা শুভসংঘ পটিয়া উপজেলা শাখা তার পাশে দাঁড়িয়ে শিক্ষা চালিয়ে যেতে সহায়তা প্রদান করে।

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) স্থানীয় একটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সানজিদার হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল হাকিম রানা। তিনি বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ এখন শুধু একটি সংগঠন নয়, এটি মানবতার এক প্রতীক। দেশের বিভিন্ন প্রান্তে মেধাবী অথচ আর্থিকভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের যেভাবে সহায়তা করছে, তা সত্যিই প্রশংসনীয়।
তিনি আরো বলেন, ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড।

এই ধরনের উদ্যোগ শুধু শিক্ষার্থীদের নয়, পুরো সমাজের জন্যই একটি ইতিবাচক বার্তা দেয়। বসুন্ধরা শুভসংঘ বৃহত্তর চট্টগ্রাম শাখার সভাপতি এস. এম. এ. জুয়েল বলেন, ‘আমাদের লক্ষ্য হলো, কোনো মেধাবী শিক্ষার্থী যেন শুধু অর্থের অভাবে পড়াশোনা বন্ধ না করে। আমরা দেশের বিভিন্ন এলাকায় এমন শিক্ষার্থীদের খুঁজে বের করে পাশে দাঁড়াচ্ছি। শিক্ষা, পরিবেশ, সমাজসেবা ও মানবিকতার নানা ক্ষেত্রে বসুন্ধরা শুভসংঘ দেশের সর্বত্র কাজ করে চলেছে। ’
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শুভসংঘের সদস্য আবুল হোসাইন, রুপেস মুৎসুদ্দি, মো. সোলাইমান, পারভেজ, সাইমন ও হোসাইন তানবির।
তারা সবাই এই মানবিক উদ্যোগকে আরো বিস্তৃত করার জন্য সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত সানজিদা বলেন, ‘আমি খুব খুশি। বসুন্ধরা শুভসংঘের এই সহায়তা পেয়ে আমি আবার আশাবাদী হয়েছি। আমি বড় হয়ে একজন শিক্ষক হতে চাই, যেন আমি অন্যদের পড়াশোনায় সাহায্য করতে পারি। ’ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, বসুন্ধরা শুভসংঘ শুধু সহায়তা দিচ্ছে না, বরং তরুণ সমাজের প্রতি দায়িত্ববোধে উদ্বুদ্ধ করছে। সংগঠনের প্রতিটি সদস্য স্বেচ্ছাসেবার চেতনায় সমাজে আলোর বাতিঘর হয়ে উঠছে।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ