ভোলার মনপুরা উপজেলায় আয়োজিত মনপুরা ফুটবল টুর্নামেন্টে রানার্সআপ হয়েছে বসুন্ধরা শুভসংঘ।
মনপুরা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মনপুরা বন্ধুমহল স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয়েছিলো বসুন্ধরা শুভসংঘ।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনপুরার উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক।
মনপুরা উপজেলা ফুটবল টুর্নামেন্টে ৩-০ গোলের ব্যবধানে রানার্সআপ হয় বসুন্ধরা শুভসংঘ, মনপুরা উপজেলা।
বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা শাখার উপদেষ্টা প্রফেসর মোঃ মোরশেদ উদ্দিন বলেন, আমাদের তরুণদের মানসিক, শারীরিক এবং নৈতিক বিকাশে খেলাধূলার ভূমিকা অপরিসীম। তাই বসুন্ধরা শুভসংঘের এরকম উদ্যোগ সদস্যদের মাঝে খেলাধূলার প্রতি আগ্রহ বাড়াবে।
বসুন্ধরা শুভসংঘ, ভোলা জেলা শাখার সভাপতি মো. শাফায়াত হোসেন (সিয়াম) বলেন, খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জন করে। বসুন্ধরা শুভসংঘ, মনপুরা উপজেলা শাখার এই অর্জনে আমরা গর্বিত।
বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা শাখার সভাপতি মো. ফজলে রাব্বী বলেন, আমাদের বসুন্ধরা শুভসংঘের খেলোয়াড়রা মাঠে সর্বোচ্চ চেষ্টা করেছে। এই অর্জন আমাদের ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোয়েব বলেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে বসুন্ধরা শুভসংঘ অংশগ্রহণ এরকম টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।
মনপুরা উপজেলার স্থানীয় ক্রীড়াঙ্গনে বসুন্ধরা শুভসংঘের এই সাফল্য তরুণ প্রজন্মের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ ও স্বপ্ন জাগাবে বলে আশা করা হচ্ছে।
এমএম