ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

লালমনিরহাটে বসুন্ধরা শুভসংঘের মাদকবিরোধী সভা

নিউজ ডেস্ক    | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২১, জুলাই ১৪, ২০২৫
লালমনিরহাটে বসুন্ধরা শুভসংঘের মাদকবিরোধী সভা

বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে মাদকবিরোধী আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনাসভার প্রতিপাদ্য ছিল, ‘একসাথে বলুন, মাদক নয়—জীবন হোক নির্মল’।

সোমবার (১৪ জুলাই) লালমনিরহাটের গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলার সভাপতি মো. কামরুজ্জামান সুমনের সভাপতিত্বে আলোচনাসভায় মাদকের ক্ষতিকর দিক তুলে ধরা হয়। এ ছাড়া মাদকবিরোধী সচেতনতা বাড়াতে গুরুত্ব আরোপ করা হয় এবং মাদক থেকে দূরে থাকার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার সহসভাপতি মো. নাসিম উদ্দিন বিদ্যুৎ, সহসভাপতি মো. সৌরভ ইসলাম, সাধারণ সম্পাদক মো. নাঈম রহমান, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান মাসুদ, সহ সাংগঠনিক সম্পাদক মো. সবুজ মিয়া, অর্থ সম্পাদক মো. শিমুল মিয়া, দপ্তর সম্পাদক মো. আসাদুজ্জামান জীম বাবু, নারী বিষয়ক সম্পাদক মাইশা মারজান, ক্রীড়া সম্পাদক মো. সাব্বির হোসেন সিয়াম, কার্যকরী সদস্য অ্যাডভোকেট মলিনা ইয়াসমিন রুমি, মো. মেহেদী হাসান আতিক, মারিয়া রহমান, সোহানুর ইসলাম সাওন, মো. আরিফ ইসলাম, মো. গোলাম মোস্তফা, আঁখি আক্তার, মো. আবু বক্কর আতিক, মোছা. শাহানা পারভীন, মোছা. আফসানা পারভীন দোলা।

এ ছাড়া আলোচনা সভায় বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বসুন্ধরা শুভসংঘের সদস্যরা মাদক ব্যবহারের ভয়াবহতা তুলে ধরেন এবং মাদক থেকে নিজেদের রক্ষা করার জন্য শিক্ষার্থীদের বিভিন্ন পরামর্শ দেন।

বক্তারা বলেন, সমাজ থেকে মাদকাসক্তি দূর করতে পরিবারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

প্রতিটি পরিবারের সচেতনতা, ভালবাসা, দৃঢ় অঙ্গীকার ও সক্রিয় ভূমিকা মাদকাসক্তি নামক বিভীষিকাকে কঠোরভাবে প্রতিরোধ করবে। একই সঙ্গে সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার এবং প্রত্যেক পরিবার, সমাজ এবং সরকারকে এ কাজে এগিয়ে আসতে হবে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ