মেহেরপুর: ‘শুভ কাজে সবার পাশে’ এ স্লোগানকে ধারণ করে বসুন্ধরা শুভসংঘ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে দুস্থ শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) দুপুরে মেহেরপুর পৌরসভার এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ জন দুস্থ শিক্ষার্থীর মধ্যে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের সহকারী অধ্যাপক রফিকুল আলম বকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক যুব সংগঠক নাফিউল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ইয়াদুল মোমিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ, বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক অনিক হাসান এবং প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও বসুন্ধরা শুভসংঘ জেলা কমিটির সদস্যরা।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগের প্রশংসা করেন ও ভবিষ্যতে আরও বেশি সংখ্যক শিক্ষার্থীকে সাহায্য করার আহ্বান জানান।
তিনি দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য আরও বেশি বেশি এ ধরনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
সংগঠনের সভাপতি রফিকুল আলম বকুল বলেন, বসুন্ধরা শুভসংঘ সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকবে সব সময়। এ ধরনের উদ্যোগের ফলে শিক্ষার্থীরা পড়ালেখায় আরও উৎসাহিত হবে।
তিনি শিক্ষার্থীদের বলেন, লেখাপড়া ও নৈতিক শিক্ষার মাধ্যমে তোমরা নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে। তোমরা দেশের ভবিষ্যৎ। তোমাদের সমাজ ও দেশের প্রয়োজনে যোগ্য হয়ে গড়ে উঠতে হবে।
বিতরণ করা শিক্ষা উপকরণের মধ্যে ছিল খাতা, জ্যামিতি বক্স, ছয়টি করে কলম, পেনসিল কাটার, রাবার, হার্ডবোর্ড, ফাইলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ।
এসআই